কলকাতার মহানাগরিক এবং রাজ্যের দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিম। কেউ ডাকেন ‘ববি’ নামে, তো কেউ চেনেন ঝানু রাজনীতিক হিসেবে। কিন্তু রাজনীতির ময়দানের বাইরে তাঁর পড়াশোনা কতদূর? ১৯৫৯ সালে জন্ম নেওয়া ফিরহাদ হাকিম কালীঘাট হাইস্কুল থেকে ১৯৭৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হেরম্বচন্দ্র কলেজে। সেখান থেকেই ১৯৭৯ সালে বাণিজ্য বিভাগে স্নাতক (B.Com) ডিগ্রি লাভ করেন তিনি।
ছাত্রজীবন থেকেই রাজনীতির হাতেখড়ি তাঁর। নয়ের দশকের শেষে কাউন্সিলর হওয়া থেকে শুরু করে ২০১১ সাল থেকে কলকাতা পোর্টের বিধায়ক হিসেবে নিজের জায়গা পোক্ত করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সফল কন্যার জনক। তাঁর মেজো মেয়ে চিকিৎসক এবং ছোট মেয়ে আইনের ছাত্রী। রাজনীতির ব্যস্ততার মাঝেও নাতনির সাথে তাঁর নাচের ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয় নেটপাড়ায়। বিহারের গয়া থেকে কলকাতায় আসা এক ব্যবসায়ী পরিবারের সন্তান আজ তিলোত্তমার অন্যতম প্রধান অভিভাবক।