ক্রিকেটহীন অর্জুন পুরস্কার! বাংলার ৩ কন্যার দাপট, প্রথমবার যোগাসনে ইতিহাস আরতি পালের

ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম সম্মানজনক ‘অর্জুন পুরস্কার’-এর মনোনয়ন তালিকায় এবার এক বড়সড় চমক দেখা গেল। প্রথা ভেঙে এবার কোনো ক্রিকেটারের নাম এই তালিকার জন্য মনোনীত হয়নি। তবে বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য অত্যন্ত গর্বের খবর হলো, এবার বাংলার তিন কৃতি কন্যা—মেহুলি ঘোষ, প্রণতি নায়েক এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

খেলরত্ন পাচ্ছেন হার্দিক সিং: দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতীয় হকি দলের মিডফিল্ডের প্রাণভোমরা হার্দিক সিং। ২৭ বছর বয়সী এই তারকা অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এবং এশিয়া কাপে সোনা জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

বাংলার তিন নক্ষত্র: শুটিংয়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মনোনীত হয়েছেন মেহুলি ঘোষ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুইবার ব্রোঞ্জ জিতে তিনি ইতিমধ্যেই দেশের মুখ উজ্জ্বল করেছেন। অন্যদিকে, জিমন্যাস্টিক্সে অলিম্পিয়ান প্রণতি নায়েক এবং টেবিল টেনিসে বাংলার অন্যতম সেরা তারকা সুতীর্থা মুখোপাধ্যায়ের নামও এই সম্মানের তালিকায় রয়েছে।

যোগাসনে প্রথমবার জাতীয় সম্মান: ক্রীড়ামন্ত্রক বছর পাঁচেক আগে যোগাসনকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আর সেই সিদ্ধান্তকে সার্থক করে এবারই প্রথম যোগাসনে জাতীয় ও এশীয় চ্যাম্পিয়ন আরতি পালকে অর্জুনের জন্য মনোনীত করা হয়েছে। গগন নারাং এবং অপর্ণা পোপাটদের নিয়ে গঠিত নির্বাচক কমিটি এই ঐতিহাসিক তালিকা প্রকাশ করেছে।

অন্যান্য উল্লেখযোগ্য নাম: দাবায় ইতিহাস গড়া দিব্যা দেশমুখ এবং বিদিত গুজরাটি অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ব্যাডমিন্টনে ত্রিসা জলির পাশাপাশি পুল্লেলা গোপীচাঁদের মেয়ে গায়ত্রীও স্থান পেয়েছেন এই তালিকায়। এ ছাড়াও অ্যাথলেটিক্স থেকে তেজস্বীন শঙ্কর এবং প্রিয়াঙ্কা, হকিতে রাজ কুমার পাল ও লালরেমসিয়ামির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

ক্রিকেটহীন এই তালিকা এটাই প্রমাণ করে যে, ভারতের অন্যান্য অলিম্পিক খেলাধুলার মান এবং সাফল্য এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy