“কোথায় পাব এত বড় স্তন!” পামেলা অ্যান্ডারসন হওয়ার গুজবে কপিল শর্মার শো-তে বিষ্ফোরক নীনা গুপ্তা

বয়স বাড়লেও তাঁর রসবোধ এবং ঠোঁটকাটা স্বভাব যে বিন্দুমাত্র কমেনি, তা আরও একবার প্রমাণ করলেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে হলিউড সিরিজ ‘বেওয়াচ’-এ তাঁর অভিনয়ের গুজব নিয়ে মুখ খুলেছেন তিনি। পামেলা অ্যান্ডারসনের জুতোয় পা গলানোর খবর সত্যি কি না জানতে চাইতেই নীনা সরাসরি কপিলকে বলেন, “আরে, আমার তো অত বড় স্তন নেই! অত বড় বক্ষযুগল আমি কোথা থেকে আনব?”

নীনার এই ‘বোল্ড’ এবং অপ্রত্যাশিত উত্তরে রীতিমতো থতমত খেয়ে যান কপিল। অনুষ্ঠানে উপস্থিত জেসি গিল লজ্জায় মুখ ঢাকেন এবং রিচা চাড্ডা পাশে বসা শিশুশিল্পীর কান চেপে ধরেন। এই প্রথম নয়, নিজের অটোবায়োগ্রাফি ‘সাচ কঁহু তো’-তেও নীনা লিখেছিলেন ‘খলনায়ক’ ছবির ‘চোলি কে পিছে’ গানের শুটিংয়ের অভিজ্ঞতার কথা। পরিচালক সুভাষ ঘাই সেই সময় তাঁর স্তন নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং প্যাডেড ব্লাউজ পরতে বাধ্য করেছিলেন, তা নিয়ে অকপটে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। নীনার এই হার না মানা মানসিকতা ও স্পষ্টবাদিতা সোশ্যাল মিডিয়ায় ফের প্রশংসিত হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy