পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার নিজ মনশুকা এলাকায় একটি কালভার্টের নিচে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা কালভার্টের নিচের জলে একটি দেহ ভাসতে দেখেন। খবর জানাজানি হতেই এলাকায় শয়ে শয়ে মানুষ ভিড় জমান।
মৃতের পরিচয় ও পুলিশি তৎপরতা: খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নারায়ণ হাজরা। তিনি ঘাটালের রামচক এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন। তবে কীভাবে তিনি ওই এলাকায় এলেন বা কীভাবে তাঁর মৃত্যু হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তদন্তের গতিপ্রকৃতি: পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ— অর্থাৎ এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা স্পষ্ট হবে। এদিকে, পরিবারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। পুলিশ ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে।