বাংলার দুর্নীতি ইস্যুতে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে ঘটে চলা বিভিন্ন আর্থিক ও নিয়োগ দুর্নীতির জন্য সরাসরি তৃণমূল সুপ্রিমোকেই দুষেছেন তিনি। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে একটি তালিকা প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীকেই সরাসরি দায়ী করলেন শুভেন্দু
সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূলের আমলে রাজ্যে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, তার একমাত্র দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই।
বিরোধী দলনেতা বলেন, “তৃণমূলের সব দুর্নীতি ফাঁস করব। বাংলায় যা দুর্নীতি হচ্ছে, তার উৎস একজনই—মুখ্যমন্ত্রী।” তিনি অভিযোগ করেন, সরকার দুর্নীতি ঢাকতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছে।
চ্যালেঞ্জ: ‘কারা চাকরি পেল, তালিকা দিন’
শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। এই দাবিকে তিনি কার্যত চ্যালেঞ্জ হিসেবেই তুলে ধরেছেন:
“মুখ্যমন্ত্রীকে বলব, তিনি যেন কাদের চাকরি দিয়েছেন সেই তালিকা দিন। সাধারণ মানুষ জানতে চায়, কোন কোন ব্যক্তি দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে।”
শুভেন্দুর এই মন্তব্যের লক্ষ্য স্পষ্ট—নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত প্রভাবশালীদের নাম সামনে নিয়ে আসা। এই দাবি তুলে তিনি তৃণমূল সরকারের ওপর চাপ আরও বাড়াতে চাইলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।