কলকাতায় জেএমবি জঙ্গিদের কড়া সাজা! পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

০১৬ সালে কলকাতা পুলিশের এসটিএফ (STF)-এর হাতে ধৃত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (JMB) জঙ্গিগোষ্ঠীর পাঁচ সক্রিয় সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কলকাতার নগর দায়রা আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিচারক রোহন সিনহা বুধবার এই পাঁচ জঙ্গির সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে খবর, অভিযুক্তরা বিচারকের সামনে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে।

২০১৬ সালে কলকাতা পুলিশের এসটিএফ দেশদ্রোহিতার অভিযোগে মহম্মদ রুবেল, জাহিরুল ইসলাম, মহম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন সহ পাঁচ জঙ্গিকে গ্রেফতার করে। জানা গেছে, ধৃতদের মধ্যে তিনজন বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল।

এসটিএফ বনগাঁ, বসিরহাট এবং অসমের বিভিন্ন এলাকা থেকে এই জঙ্গিদের ধরে। তদন্তে উঠে আসে, এই জেএমবি সদস্যরা উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছিল এবং একাধিক নাশকতার ছক কষছিল।

দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তাঁদের সাক্ষ্য এবং দোষীদের স্বীকারোক্তির ভিত্তিতে নগর দায়রা আদালত ওই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে। সাজা ঘোষণার সময় বিচারক আনোয়ার এবং জবিরুলকে বিদেশি নাগরিক আইনেও দোষী সাব্যস্ত করেন। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি, ওই ধারায় পাঁচ অভিযুক্তকেই ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy