কয়লাবোঝাই বগি নিয়ে হুলস্থুল ঝাড়গ্রাম স্টেশনে! রক্ষণাবেক্ষণের অভাবে কি বড়সড় দুর্ঘটনার হাতছানি?

ঝাড়গ্রামে রেলের পণ্যবাহী লাইনে বড়সড় বিপত্তি। কয়লাবোঝাই একটি মালগাড়ির বগি আচমকাই ট্র্যাক থেকে সরে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। যান্ত্রিক গোলযোগ এতটাই প্রবল ছিল যে, শেষ পর্যন্ত মালগাড়ি থেকে ক্ষতিগ্রস্ত বগিটির কাপলিং জয়েন্ট খুলে আলাদা করতে হয়। এরপর মালগাড়িটি কয়লা খালি না করেই ঝাড়গ্রাম স্টেশনে ফিরে যেতে বাধ্য হয়।

রেল কর্তৃপক্ষ এই বিষয়ে সরকারিভাবে মুখ না খুললেও, একাধিক সূত্রে বিস্ফোরক তথ্য সামনে আসছে। অভিযোগ উঠেছে, ওই রেক লাইনটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। লাইনের বহু জায়গায় নাট-বল্টু পর্যন্ত নেই। ফলে কয়লাবোঝাই মালগাড়ির প্রবল ওজনে ট্র্যাকের জয়েন্ট আলগা হয়ে ফাঁক হয়ে যায় এবং বগিটি লাইনচ্যুত হয়। রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy