ভুয়ো ভোটার এবং ভোটার তালিকায় নাম থাকা মৃত ব্যক্তিদের ধরতে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির ব্যবহারে রাজ্যে ‘মৃত্যুহীন বুথের’ সংখ্যায় ঐতিহাসিক পতন দেখা দিয়েছে। যে বুথগুলিতে কোনো মৃত, ডুপ্লিকেট বা স্থানান্তরিত ভোটার নেই বলে প্রথমে দাবি করা হয়েছিল, সেই সংখ্যার দ্রুত পরিবর্তন ঘটছে।
কমিশন আগেই জানিয়েছিল, এই সংখ্যা শূন্যে নেমে আসবে। সেই প্রক্রিয়াতেই প্রথম দফায় পাওয়া ২,২০৮টি বুথের তালিকা থেকে বর্তমানে মৃত্যুহীন বুথের সংখ্যা নেমে এসেছে মাত্র ২টি-তে। এই দুটি বুথ রয়েছে হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
মৃত্যুহীন বুথের সংখ্যা কমার ক্রমটি ছিল চোখে পড়ার মতো: প্রথমে ২,২০৮, দ্বিতীয়বার ৪৮০, তৃতীয়বার ২৯, চতুর্থবার ৭, এবং এবার তা মাত্র ২টি-তে নেমে এসেছে। প্রথম দফায় এই তালিকার শীর্ষে ছিল দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ৭৬০টি মৃত্যুহীন বুথ ছিল। কমিশনের কড়া নজরদারির পর দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনায় এই ধরনের বুথের সংখ্যা এখন শূন্যে গিয়ে পৌঁছেছে!
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটার খুঁজতে AI প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে এবং এই গরমিলগুলি সহজেই ধরা পড়ছে। স্পেশাল রোল অবজার্ভার হিসেবে অবসরপ্রাপ্ত IAS অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছে এবং SIR প্রক্রিয়ার জন্য ১২ জন অভিজ্ঞ IAS অফিসারকেও নিযুক্ত করা হয়েছে। কমিশনের এই কঠোর পদক্ষেপ মৃত ভোটারদের নিয়ে থাকা সমস্ত গরমিল দূর করতে সহায়ক হচ্ছে বলে মনে করা হচ্ছে।