এসআইআর (SIR) এবং সিএএ (CAA) নিয়ে মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের সংশয় এবার আরও ঘনীভূত হলো কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এক বিতর্কিত মন্তব্যে। সোমবার বনগাঁর গাড়াপোতাতে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে শান্তনু সাফ জানান, অনুপ্রবেশকারীদের রুখতে প্রয়োজনে এক লক্ষ মতুয়া ভোট দিতে না পারলেও তা মেনে নিতে হবে। তাঁর মতে, বৃহত্তর স্বার্থে এই টুকু ‘সহ্য’ করা প্রয়োজন।
শান্তনু ঠাকুর মতুয়াদের উদ্দেশ্যে দ্রুত সিএএ-তে আবেদন করার আহ্বান জানান। তিনি দাবি করেন, সিএএ-তে আবেদন করলে রোহিঙ্গাদের খুঁজে বের করা সহজ হবে এবং এর সঙ্গে নাগরিকত্বের সরাসরি কোনো বিরোধ নেই। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া প্রসঙ্গে তাঁর মন্তব্য ছিল আরও চড়া। তিনি বলেন, “৫০ লক্ষ রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের এক লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতে কিছু আসে যায় না।”
এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ পাল্টা কটাক্ষ করে বলেন, “শান্তনু ঠাকুর পাগলের প্রলাপ বকছেন। সিএএ-তে আবেদন করিয়ে তিনি আর্থিকভাবে লাভবান হতে চাইছেন।” রাজ্যে কোনো রোহিঙ্গা নেই দাবি করে তৃণমূল নেতা স্পষ্ট জানান, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই বিজেপি এই ধরনের উস্কানিমূলক কথা বলছে।