ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বাংলায় শুরু করা নিয়ে বিজেপি বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের বক্তব্যকে কটাক্ষ করেছিল। বৃহস্পতিবার মুর্শিদাবাদে প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কটাক্ষের জবাব দিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘চালাকি’ তিনি ধরে ফেলেছেন।
কেন এসআইআর করতে হলো?
এসআইআর প্রক্রিয়া শুরু হলে বিজেপি প্রশ্ন তুলেছিল, কেন মুখ্যমন্ত্রী তাঁর আগের অবস্থান থেকে সরে এলেন। এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন:
“SIR-এর নামে ভয় পাবেন না। শুধু নিজেদের কাগজগুলো ঠিকমতো জমা দিন। ওরা টাইম বেছে নিয়েছে। যদি না করতে দিতাম। তাহলে ভোট না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝেছেন অমিত শাহের চালাকিটা?”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কার্যত স্পষ্ট যে, সাংবিধানিক বাধ্যবাধকতা ও রাজনৈতিক চাপান-উতোর এড়াতেই তিনি এই প্রক্রিয়ায় সম্মতি দিয়েছেন।
জনগণকে মুখ্যমন্ত্রীর আশ্বাস:
মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সভা থেকে জনগণকে বারবার আশ্বস্ত করে বলেন, সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে এবং তাঁদের নিরাপত্তা অধিকার সুরক্ষিত।
নাম বাদ না যাওয়ার আশ্বাস: তিনি বলেন, “নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা অধিকার সুরক্ষিত। কেউ বিতাড়িত হবেন না।”
ফিরিয়ে আনার অঙ্গীকার: মুখ্যমন্ত্রী আরও একবার তাঁর মানবিক অবস্থান তুলে ধরে বলেন, “আর বিতাড়িত হলে মৎস্যজীবীদের ফিরিয়ে আনি তেমনই আনব।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সোনালী খাতুনের ঘটনাটিও উল্লেখ করেন। তিনি জানান, গর্ভবতী সোনালী খাতুনকে বাংলাদেশে পুশব্যাক করা হলেও, রাজ্য মামলা করেছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে ফিরিয়ে আনা হয়। মমতা বলেন, “সোনালী খাতুনের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। উনি গর্ভবতী মা। কেস করে বলেছি ফিরিয়ে আনতে হবে।”