এসআইআর-এর ‘খুনের’ বলি আরও এক বিএলও? মুর্শিদাবাদে শিক্ষকের মৃত্যুতে চরম চাপকেই দুষল পরিবার

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজের প্রচণ্ড চাপের জেরে রাজ্যে ফের এক বুথ লেভেল অফিসারের (BLO) মৃত্যুর অভিযোগ উঠল। মুর্শিদাবাদের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিএলও হিসেবে নিযুক্ত জাকির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই নিয়ে রাজ্যে SIR সংক্রান্ত কাজের চাপের বলি হলেন মোট চারজন বিএলও।

মৃত জাকির হোসেনের পরিবারের অভিযোগ, নিয়মিত শিক্ষকতার কাজ এবং এসআইআর-এর দ্বিগুণ দায়িত্ব সামলাতে গিয়ে তিনি ‘চরম চাপের’ মধ্যে ছিলেন। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাতেই তাঁর মৃত্যু হয়। আত্মীয়দের দাবি, বারবার অনুরোধ সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এসআইআর-এর দায়িত্ব থেকে অব্যাহতি দিতে রাজি হয়নি, যা তাঁর ওপর চাপ আরও বাড়িয়ে তোলে।

আগেও তিনজনের মৃত্যু, চলছে রাজনৈতিক তরজা
উল্লেখ্য, এর আগে পূর্ব বর্ধমান জেলায় একজন বিএলও হৃদরোগে মারা যান। এছাড়া, নদীয়ার চাপড়া এবং জলপাইগুড়ির মালবাজারে আরও দুই বিএলও কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূলের এক নেতার দাবি, “মুর্শিদাবাদে আরও একজন বিএলও এসআইআর সম্পর্কিত নির্বাচন কমিশনের (EC) চাপের কারণে মারা গিয়েছেন। মোট মৃতের সংখ্যা এখন চার, এবং প্রায় ১৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।”

তবে, বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিএলওদের ওপর এই চাপ নির্বাচন কমিশনের নির্দেশিকার ফল নয়, বরং রাজ্যের শাসক দল তৃণমূলের রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কারণে সৃষ্টি হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy