কোচবিহারের রাসমেলা ময়দানের রাজনৈতিক জনসভা থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দেন, “এসআইআর, এনআরসি মানি না।”
মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে আশ্বস্ত করে বলেন, “কেউ বাংলা থেকে বিতাড়িত হবেন না। নিশ্চিত থাকুন। সবাই আমরা গলার মালা। আমরা বাংলাকে রক্ষা করব। SIR এর নামে… নির্বাচনের আগে এতো ক্ষিদে?” তিনি অভিযোগ করেন, বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে এই সংশোধন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তৃণমূলের আশঙ্কা, অসতর্কতার কারণে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে।
কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “নতুন করে প্রমাণ দিতে হবে আমরা ভারতীয়। এর চেয়ে বড় অপমান আর হয় না।” প্রসঙ্গত, গতকাল লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর ‘বঙ্কিমদা’ মন্তব্য প্রসঙ্গে টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, “বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করেছেন। রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম বসুকেও অপমানিত করেছেন।”
নাগরিকত্ব ইস্যুতে রাজ্যের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, “সুন্দরবনের মৎস্যজীবীদের ছাড়িয়ে এনেছি। ওপারে চারজন আটকে রয়েছেন। ওদেরকেও নিয়ে আসবো। কেউ যাবেন না। আপনারা বাংলায় বহাল তবিয়তে থাকবেন। পরিষ্কার করে বলছি। আমি বাজে কথা বলি না।”
কোচবিহারের জনবিন্যাসে রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের বড় অংশ রয়েছে। এই সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই চ্যালেঞ্জিং বার্তা খুবই তাৎপর্যপূর্ণ।