দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পর অবশেষে নিজ দেশে ফিরলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি। দিল্লি থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর তিনি সে দেশের জেলে বন্দি ছিলেন। মালদার মেহদিপুর সীমান্ত দিয়ে সোনালি বিবি ও তাঁর শিশুপুত্রকে ফিরিয়ে আনা হয়েছে।
সূত্রের খবর, দেশে ফেরার পরই শীঘ্রই সোনালি বিবির সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই ঘটনাকে পশ্চিমবঙ্গের জয় হিসেবে দেখছেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, “রাজ্য়ের মানুষের উপর দিল্লির জমিদারদের অত্যাচারের কাছে আমরা মাথা নত করিনি।” তিনি আরও হুঙ্কার দিয়ে বলেন, বিজেপি আরও যাঁদের বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়েছে, তাঁদের ফিরিয়ে আনার জন্য তৃণমূলের লড়াই চলবে।
‘রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, পবিত্রতা নষ্ট হবে..’, শিলান্য়াসের আগেই ঝাঁঝালো মন্তব্য হুমায়ুনের