পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে ফের চাঞ্চল্য। তমলুক (তাম্রলিপ্ত) পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নিয়োগ পদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিজেপি কাউন্সিলরদের দায়ের করা মামলার পাশাপাশি তৃণমূল থেকে বহিষ্কৃত কাউন্সিলর পার্থসারথী মাইতির মামলার প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি রাজা বসু চৌধুরী। আদালতের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, তমলুকের প্রাক্তন পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায় ও উপ-পুরপ্রধান লীনা মাভৈ রায়ের ইস্তফার পর গত ১৮ নভেম্বর রাজ্য সরকারের এক নির্দেশিকায় চঞ্চল কুমার খাঁড়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, এই নিয়োগে গণতান্ত্রিক ও আইনি পদ্ধতি মানা হয়নি। আদালতের রায়ের পর পার্থসারথী মাইতি বলেন, “চেয়ারম্যান অবৈধভাবে চেয়ারে বসেছিলেন, তাঁকে সরানো হয়েছে। এখন এসডিও ও জেলাশাসককে এক মাসের মধ্যে ভোট নিশ্চিত করতে হবে।” অন্যদিকে, চঞ্চল খাঁড়া জানিয়েছেন, তিনি আদালতের নির্দেশ মেনে চলবেন এবং দল যেভাবে নির্দেশ দেবে সেভাবেই কাজ করবেন। বড়দিনের আগে হাইকোর্টের এই রায়কে ঘিরে মেদিনীপুরের রাজনীতিতে এখন টানটান উত্তেজনা।