দেশজুড়ে ভোটার তালিকা পরিমার্জনের (SIR) মাঝেই চাঞ্চল্যকর তথ্য সামনে এল তামিলনাড়ু থেকে। শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে রাজ্য থেকে প্রায় ৯৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর ফলে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪১ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৪৩ লক্ষে। কমিশনের দাবি, মৃত, স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের চিহ্নিত করতেই এই বিপুল ছাঁটাই।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজধানী চেন্নাইতে, যেখানে ১৪ লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দল এআইএডিএমকে নেতা ই কে পালানিস্বামী একে ‘ভুয়ো ভোটার’ মুক্ত করার পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও, শাসক দল ডিএমকে একে ‘ষড়যন্ত্র’ বলে পাল্টা তোপ দেগেছে। উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই ব্যাপক ভোটার ছাঁটাই দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন মোড় নিল।