মোবাইল ফোন আর ডিজিটাল স্ক্রিনের আসক্তি কাটিয়ে শিশুদের প্রকৃতির অকৃত্রিম ছোঁয়া দিতে এক অনন্য উদ্যোগ নিল কার্শিয়াং ফরেস্ট ডিভিশন। ঘোষপুকুর রেঞ্জের দুলালি পার্কে অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি ‘#ScreenToGreen’। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শিশুদের জন্য দিনটি হয়ে উঠল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
শিশুদের মনে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেই এই আয়োজন। কর্মসূচির মূল আকর্ষণ ছিল ‘নো ইয়োর হ্যাবিট্যাট’, যেখানে অডিও ও ভিডিওর মাধ্যমে স্থানীয় গাছপালা ও বন্যপ্রাণের সঙ্গে খুদেদের পরিচয় করানো হয়। শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, হাতেকলমে প্রকৃতিকে চিনতে তারা মেতে ওঠে ট্রেজার হান্ট, নেচার ট্রেল এবং ট্রি হাগিং বা গাছ জড়ানোর মতো মজাদার কাজে।
এছাড়া পরিবেশ বিষয়ক কুইজ ও অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা হয়। বনবিভাগের কর্তাদের মতে, এই ধরণের কর্মসূচি শিশুদের মানসিক বিকাশে সাহায্য করার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল করে তুলবে।