একটানা ৪২ ঘণ্টা গান! বড়দিনের গান গেয়ে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের ব্যক্তির, অবিশ্বাস্য কাণ্ড।

সাধারণত কোনো জলসা বা কনসার্টে শিল্পীরা বড়জোর ২ থেকে ৩ ঘণ্টা গান গেয়ে থাকেন। কিন্তু যদি কেউ একটানা প্রায় ২ দিন অর্থাৎ ৪২ ঘণ্টা গান গেয়ে চলেন, তবে তা বিস্ময়কর বটেই। এমনই এক অভাবনীয় কৃতিত্বের অধিকারী হলেন ইংল্যান্ডের গ্লস্টার শহরের বাসিন্দা ডেভ পারচেজ। তিনি একটানা ৪২ ঘণ্টা ধরে ৬৮৪টি বড়দিনের গান বা ‘ক্রিসমাস ক্যারল’ গেয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছেন।

গ্লস্টার শহরের একটি স্যান্ডউইচ শপকে সাক্ষী রেখে এই ‘ম্যারাথন সিঙ্গিং’-এ ব্রতী হয়েছিলেন ডেভ। তাঁর তালিকায় ‘জিঙ্গল বেলস’-এর মতো কালজয়ী ক্লাসিক থেকে শুরু করে আধুনিক যুগের জনপ্রিয় ক্রিসমাস গান—সবই ছিল। এর আগে একটানা গান গাওয়ার বিশ্বরেকর্ড ছিল ৪০ ঘণ্টার। সেই রেকর্ড ভেঙে ৪২ ঘণ্টার নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।

ডেভের এই অসাধ্য সাধনের খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন তিনি। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে একটানা এত দীর্ঘ সময় শুধুমাত্র বড়দিনের গান গাওয়ার নজির এখন তাঁর ঝুলিতে। অসম্ভবকে সম্ভব করে ডেভ প্রমাণ করে দিলেন, ইচ্ছাশক্তি থাকলে মানুষের ক্ষমতার কোনো সীমা নেই।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy