একই নামে ৪ প্রার্থী! তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে নতুন দল গড়লেন হুমায়ুন কবীর, তোলপাড় মুর্শিদাবাদ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নয়া সমীকরণ। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তাঁর নতুন রাজনৈতিক দল— ‘জনতা উন্নয়ন পার্টি’। সোমবার রেজিনগরের সভা থেকে কেবল দল ঘোষণাই নয়, একাধিক আসনে প্রার্থীর নাম জানিয়ে তৃণমূল ও শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিলেন তিনি।

সবচেয়ে বড় চমক দলের প্রার্থী তালিকায়। মুর্শিদাবাদের বিভিন্ন কেন্দ্রে লড়বেন মোট চারজন ‘হুমায়ুন কবীর’। রেজিনগর ও বেলডাঙা— এই দুই আসন থেকে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিধায়ক হুমায়ুন। রানিনগরে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট চিকিৎসক হুমায়ুন কবীর এবং ভগবানগোলায় লড়বেন ব্যবসায়ী হুমায়ুন কবীর। হুমায়ুনের হুঙ্কার, “সিপিএম ৩৪ বছর মানুষকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে, আর এখন চলছে আমলাতান্ত্রিক শাসন। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে স্পর্শ করতে পারেন না।”

মুর্শিদাবাদের বাইরেও মালদহ ও পশ্চিম মেদিনীপুরে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর দাবি, মহিলা, ওবিসি এবং এসসি-এসটি সব স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে এই নতুন দলে। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বাংলার মানুষের প্রকৃত উন্নয়নই তাঁর দলের প্রধান লক্ষ্য বলে সাফ জানিয়েছেন হুমায়ুন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy