শীতের ভোরে ফের রক্তাত ১৬ নম্বর জাতীয় সড়ক। উলুবেড়িয়ার রাজাপুর থানার বেলতলা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা স্টোনচিপ বোঝাই লরির পিছনে দ্রুতগতিতে আসা একটি কন্টেনার সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই কন্টেনার চালকের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে কলকাতা থেকে কোলাঘাটের দিকে যাওয়ার সময় স্টোনচিপ বোঝাই ওই লরিটির যন্ত্রাংশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক লরিটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছিলেন। সেই সময়ই পিছন দিক থেকে আসা একটি কন্টেনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পিছনে ধাক্কা মারে। কন্টেনারের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরেই আটকে পড়ে প্রাণ হারান।
জাতীয় সড়কে যানজট: এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রাজাপুর থানার পুলিশ ও রাজাপুর ট্রাফিক গার্ড। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।