পৌষের শুরুতেই কুয়াশার দাপট থাকলেও বাঙালির প্রিয় বড়দিনের আগে জাঁকিয়ে শীতের আশা কার্যত নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হয়েছে। এর ফলে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা গায়েব হয়েছে দক্ষিণবঙ্গ থেকে।
কেন এই পরিস্থিতি? হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর ও অসমেও ঘূর্ণাবর্ত রয়েছে। এই সিস্টেমগুলির জেরে কনকনে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করতে বাধা পাচ্ছে, যার ফলে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই থাকবে।
উত্তরবঙ্গের হালচাল: উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও ঘন কুয়াশা এখন বড় মাথাব্যথার কারণ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। আগামী ৫ দিন তাপমাত্রা খুব একটা না কমলেও, তারপর থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া: কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। আগামী কয়েকদিন শহরের আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
অন্যান্য রাজ্যের পরিস্থিতি: উত্তর ভারতের দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের দাপট অব্যাহত। হিমাচল ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা থাকলেও বাংলায় আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।