ইন্ডিগোর বিমান বিভ্রাট! নতুন বরের বৌভাতে ‘ভার্চুয়াল এন্ট্রি’! কীভাবে টেকনোলজি দিয়ে দূরত্বকে হারালেন নবদম্পতি?

গত দু’দিন ধরে ইন্ডিগো এয়ারলাইন্সের একের পর এক বিমান বাতিল ও বিলম্বে গোটা দেশজুড়ে হুলস্থুল পড়ে গিয়েছে। হাজার হাজার যাত্রী নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন। এই ব্যাপক বিশৃঙ্খলার মাঝেই ধরা পড়ল এক অনন্য হৃদয়স্পর্শী ছবি।

কর্নাটকের হুব্বালির সদ্য বিবাহিত দম্পতি ভেবেছিলেন, বৌভাতের অনুষ্ঠানে নিজের শহরে সময় মতো হাজির হবেন। কিন্তু ইন্ডিগোর ফ্লাইট বাতিলের জেরে তাঁদের আর ফেরা হয়নি। ফলে, তাঁরা নিজেরাই অনলাইনে ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যোগ দিলেন। প্রযুক্তির সাহায্যে দূরকে কাছে এনে দেওয়া এই অভিনব উদ্যোগের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, নবদম্পতি—কর্নাটকের হুব্বালির মেধা শিরসাগর এবং ওড়িশার ভুবনেশ্বরের সঙ্গম দাস দুজনেই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত ২৩ নভেম্বর ভুবনেশ্বরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছিল এবং এই সপ্তাহের বুধবার কনের বাড়ি হুব্বালিতে ফেরার কথা ছিল বৌভাতের জন্য। কিন্তু বিমান বাতিলের এই সমস্যার জন্য তাঁদের আর সশরীরে ফেরা সম্ভব হয়নি। এরপরেই তাঁরা ভুবনেশ্বর থেকে প্রযুক্তির সাহায্যে অনলাইনে নিজেদের রিসেপশন অনুষ্ঠানে যোগ দেন এবং সেই মুহূর্তটিকে স্মরণীয় করে তোলেন।

দিল্লি, জয়পুর, ভোপাল, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই-সহ দেশের বহু শহরে হাজার হাজার যাত্রী এই বিমান বিভ্রাটের ফলে গভীর দুর্বিপাকে পড়েছেন। তবে এই পরিস্থিতিতে নবদম্পতির এই ইতিবাচক পদক্ষেপ হাজারো সমস্যার মাঝেও এক ঝলক স্বস্তির বার্তা নিয়ে এল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy