বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অবশেষে নীরবতা ভেঙে লোকাল ১৮-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ইউনূস সরকার আসলে একটি ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর মাধ্যমে তাকে সাজা দেওয়ার চেষ্টা করছে, যা সম্পূর্ণ অবৈধ।
হাসিনা বলেন, “আওয়ামী লীগ কোনো সাধারণ দল নয়, এর শিকড় বাংলাদেশের প্রতিটা মানুষের মনে। আমাদের ওপর নিষেধাজ্ঞা আসলে বর্তমান সরকারের চরম নিরাপত্তাহীনতা এবং গণতান্ত্রিক প্রতিযোগিতার ভয়কে প্রকাশ করে।” পাকিস্তানের সঙ্গে ইউনূসের বাড়তে থাকা ঘনিষ্ঠতা নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, “আন্তর্জাতিক মহলে কোনো স্বীকৃতি না পেয়ে ইউনূস এখন পাকিস্তানের পা চাটতে ব্যস্ত। তিনি এমন এক আঞ্চলিক খেলোয়াড়ের কাছে ভিক্ষা করছেন যাকে তিনি নিজেই চেনেন না।” শিলিগুড়ি করিডোর ও ‘গ্রেটার বাংলাদেশ’ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মাঝে ভারতের ধৈর্যের প্রশংসা করে হাসিনা বলেন, ভারতই বাংলাদেশের আসল বন্ধু এবং খুব দ্রুতই দেশে গণতন্ত্র ফিরবে।