আহমেদপুরে চিনিকলের দীর্ঘ প্রতীক্ষার অবসান! সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন

বীরভূমের আমোদপুর বা আহমেদপুর সুগার মিলের সেই ধূ ধূ করা জমিতে এবার ফিরছে প্রাণের স্পন্দন। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে সেখানে গড়ে উঠতে চলেছে ‘সাঁইথিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক’। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতর এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই ১২ কোটি ৫৩ লক্ষ ১৯ হাজার ৬০৫ টাকা বরাদ্দ করেছে।

১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই চিনিকলটি আর্থিক মন্দা ও নানা জটিলতায় ২০০২-০৩ সাল থেকে পুরোপুরি বন্ধ ছিল। তবে এবার সেই ৫৩ একর জমিতে আধুনিক শিল্পপার্ক গড়ার সমস্ত বাধা কেটে গিয়েছে। এই পদক্ষেপে উচ্ছ্বসিত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “জমি সংক্রান্ত জটিলতা মিটেছে। শীঘ্রই কাজ শুরু হবে। প্রচুর শিল্প সংস্থা আসবে এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থান হবে।”

বোলপুরের ‘সিনার্জি’ শিল্প সম্মেলনে বীরভূম জেলায় প্রায় ৩৭১ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। সেই বিনিয়োগের একটি বড় অংশ এই পার্কেই বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পপতিদের সুবিধার জন্য পার্কে উন্নত রাস্তা, পানীয় জল এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। এককালের ঐতিহ্যবাহী আমোদপুর সুগার মিলের ভোলবদল এখন শুধু সময়ের অপেক্ষা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy