বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার এবং সাম্প্রতিক ‘দীপু দাস’ কাণ্ডের ভয়াবহতা নিয়ে এবার চরম রণংদেহী মেজাজে ভারতের হিন্দু সাধুসন্তরা। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের ওপর চলা অবর্ণনীয় বর্বরতার বিরুদ্ধে গোটা ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন মঠ ও মন্দিরের প্রধানরা একজোট হয়ে ঢাকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই অমানবিক পরিস্থিতি আর মুখ বুজে সহ্য করা হবে না।
সাধুসন্তদের দাবি, বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে এবং তাঁদের পবিত্রতা নষ্ট করা হচ্ছে। বিশেষ করে দীপু দাসের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সীমানা পেরিয়ে। প্রতিবাদী সভায় সাধুরা স্পষ্ট জানিয়েছেন, যদি বাংলাদেশ সরকার অবিলম্বে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না করে এবং অপরাধীদের কঠোর শাস্তি না দেয়, তবে এর পরিণতি হবে সুদূরপ্রসারী। ভারতের রাজপথ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বয়কটের ডাক দেওয়ার হুমকিও দিয়েছেন তাঁরা।