আরাবল্লী কি মরুভূমি হয়ে যাবে? মোদী সরকারের সিদ্ধান্তে পরিবেশ বিনাশের অশনি সংকেত।

আরাবল্লী পর্বতমালার অস্তিত্ব রক্ষা নিয়ে এবার সম্মুখ সমরে কেন্দ্র ও বিরোধী পক্ষ। সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মেলার পর আরাবল্লীতে খনি খননের কাজ শুরুর তোড়জোড় করছে কেন্দ্র। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে চরম বিতর্ক। সোমবার এই ইস্যুতে কেন্দ্র সাফ জানিয়েছে, ভয়ের কিছু নেই; খননকার্য হবে শীর্ষ আদালতের গাইডলাইন মেনেই।

কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‘আরাবল্লী পর্বত নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ১.৪৪ লক্ষ বর্গকিলোমিটার এলাকার মাত্র ০.১৯ শতাংশে খননকাজ হবে। আরাবল্লী সম্পূর্ণ নিরাপদ ও সংরক্ষিত।’’ মন্ত্রীর দাবি, সরকার ‘সবুজ আরাবল্লী’র পক্ষেই রয়েছে।

তবে কেন্দ্রের এই যুক্তিতে সন্তুষ্ট নন কংগ্রেস নেতা শচীন পাইলট। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতি বিচার না করে পুরনো পরিসংখ্যানের ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে। এটি পৃথিবীর প্রাচীনতম পর্বতমালাকে ধ্বংস করার শামিল। একই সুর পবন খেরার গলায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আরাবল্লী থর মরুভূমির বালি থেকে দিল্লি-হরিয়ানাকে রক্ষা করে। এই ভারসাম্য নষ্ট হলে ভারতের অর্ধেক পরিবেশ ধ্বংস হয়ে যাবে। যারা আরাবল্লীকে স্পর্শ করবে, তারা দেশের শত্রু।’’ পরিবেশবিদদের আশঙ্কা, খনন শুরু হলে এনসিআর (NCR) এলাকায় জলবায়ুর ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়তে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy