আর মাত্র কয়েক মাস পরেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি—উভয় শিবিরেই নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে। এরই মাঝে বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের আগে বঙ্গ বিজেপির সাংসদদের উদ্দেশে জোরাল বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার অধিবেশন শুরুর আগে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদেরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানেই ২০২৬ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদি তাঁদেরকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন বলে খবর।
লক্ষ্য একটাই: বাংলা জয়
বিজেপি সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদি বলেন,
“আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং নির্বাচনে আমাদের জয় নিশ্চিত করতে হবে।”
এই বার্তা থেকে স্পষ্ট, বিহারের নির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়ে বিজেপি এখন নব উদ্যমে পশ্চিমবঙ্গের তৃণমূলস্তরে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়তে চাইছে। বিহার নির্বাচনের ফলাফলের পরই বিজেপি তাদের ‘এক্স’ (X)-হ্যান্ডেলে একটি ছোট্ট বার্তা পোস্ট করে লক্ষ্য স্থির করেছিল: “নেক্সট ওয়েস্টবেঙ্গল।”
হামলার ঘটনায় খোঁজ নিলেন মোদি
এদিন প্রধানমন্ত্রী বিজেপি সাংসদ খগেন মূর্মূ সংক্রান্ত হামলার ঘটনা সম্পর্কেও বিশদে জিজ্ঞাসাবাদ করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রয়োজনে তাঁর নিরাপত্তা বাড়ানোর বিষয়েও প্রতিশ্রুতি দেন মোদি। একইসঙ্গে, তিনি বিজেপি সাংসদদের অতীতের যাবতীয় কর্মচেষ্টার প্রশংসা করেন।
২০২৬ সালের মার্চ-এপ্রিল নাগাদ পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই প্রধানমন্ত্রী দলের সাংসদদের কার্যত জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন।