শ্রীরামপুর শহরের জলনিকাশি ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত ডেনিস খাল দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ধুঁকছিল। খালের পাড় বেদখল হওয়া এবং সংস্কার না হওয়ায় একদিকে যেমন নাব্যতা কমেছিল, অন্যদিকে জমা জলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্থানীয়রা। বিশেষ করে বেনিয়াপাড়া ও গোয়ালাপাড়া এলাকায় খালের পাড়ে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কিত ছিলেন দু’পাশের বাসিন্দারা।
সংস্কারের মূল দিকগুলি:
ঐতিহাসিক গুরুত্ব: চাতরা থেকে শেওড়াফুলি গঙ্গা পর্যন্ত বিস্তৃত এই খালটির বয়স প্রায় ৩৫০ বছর।
বাজেট: প্রশাসনের পক্ষ থেকে এই কাজের জন্য ১২ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সমস্যার সমাধান: খালের পাড় সংস্কারের ফলে ভাঙন কমবে এবং বৃষ্টির জমা জলের হাত থেকে নিষ্কৃতি পাবেন শহরবাসী।