সরকারি কর্মীদের জন্য বড় খবর! দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রের মোদী সরকার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ইতিমধ্যেই গঠিত করেছে বলে ঘোষণা করেছে। তবে এটি কার্যকর হওয়া এবং সুপারিশ জমা পড়ার সময়সীমা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
প্রতি দশ বছর অন্তর মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বৃদ্ধির জন্য গঠিত হয় বেতন কমিশন। এই বছরের শুরুর দিকেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করা হয়েছিল। যদিও এটি ১ জানুয়ারি থেকে কার্যকর হবে কিনা, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে নানা জল্পনা চলছিল।
সূত্রের খবর অনুযায়ী, নভেম্বরে অষ্টম বেতন কমিশনের টার্ম অফ রেফারেন্সে (ToR) অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সম্প্রতি এই বিষয়ে মুখ খুলে জানান, “অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে। গত ৩ নভেম্বর ২০২৫ তারিখের অর্থ মন্ত্রকের রেজোলিউশনের মাধ্যমে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের ToR অবহিত করা হয়েছে।”
কমিশনের সুপারিশ জমা ও বাস্তবায়ন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অর্থ প্রতিমন্ত্রী বলেন, “গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞাপিত প্রস্তাবে উল্লিখিত হিসাবে, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন তার গঠনের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে সুপারিশ করবে।”
যদিও কমিশন যবেই গঠিত হোক না কেন, সাধারণত নতুন কমিশন ১ জানুয়ারি থেকে কার্যকর হয় বলে জানা যায়। অর্থাৎ, সরকারি কর্মীরা বর্ধিত বেতনের জন্য কমিশনের সুপারিশ জমা দেওয়া এবং তা কার্যকর হওয়ার ১৮ মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত বেতন পাওয়ার চূড়ান্ত সময়সীমা নিয়ে জল্পনার অবসান হলো।