ফুটবল তারকা লিওনেল মেসির সংবর্ধনা ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা এবং ফ্যানেদের ক্ষোভের পর এবার আসরে নামল বিরোধী দলগুলি। বাম-বিজেপি সকলেই রাজ্যের শাসকদলের দিকে তোপ দেগেছে। এই ঘটনায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে সরাসরি নিশানা করলেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শনিবার জাঙ্গিপাড়ার সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম যুবভারতীর ঘটনা প্রসঙ্গে তীব্র প্রশ্ন তোলেন। তিনি বলেন, “এই কি বাংলা ছিল? এই কি ফুটবলের মাঠ? এর আগে মারাদোনা আসেননি? পেলে আসেননি? সব কিছু দখল করবে তৃণমূল, আর সেটা টাকা রোজগারের জায়গা করবে।”
মন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেফতারের দাবি: সেলিম এই ঘটনায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেফতার ও পদত্যাগের দাবি জানান। আয়োজককে গ্রেফতার করার প্রসঙ্গে তিনি বলেন, “এখন অর্গানাইজারকে ধরে গ্রেফতার করছে। আসলে অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে হবে। তাঁকে পদত্যাগ করতে হবে। তৃণমূলের নেতারা যারা ফুলে ফেঁপে উঠেছেন, তাঁরা মেসিকে ঘিরে রেখেছে, বাকিরা কোথায় যাবে?”
‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ: সিপিএম নেতা এ দিন ‘খেলা হবে’ স্লোগানকেও কটাক্ষের নিশানায় আনেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে এই স্লোগানের আজকের প্রদর্শন হচ্ছে।” স্টেডিয়ামের ইতিহাস টেনে তিনি বলেন, “এই স্টেডিয়াম আমরা গড়ে তুলেছিলাম। তিল তিল করে গড়ে তোলা হয়েছিল সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে গণ উদ্যোগে। এখানে আমাদের রাজ্যের শিক্ষা যেমন ধ্বংস হয়েছে, তেমন স্বাস্থ্য ধ্বংস হয়েছে, সে রকম খেলাও ধ্বংস হয়েছে।”
মন্ত্রীর প্রতিক্রিয়া: এদিকে, যখন সিপিএম নেতা মহম্মদ সেলিম মন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন, সেই সময়ই মুখ খোলেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। যতক্ষণ তদন্ত চলছে, ততক্ষণ কোনও মন্তব্য করব না।”
রাজনৈতিক মহলের মতে, এই নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীদের চাপানউতোর আগামী দিনে আরও বাড়তে চলেছে।