পুরুলিয়া জেলার গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হলো। সম্প্রতি পুঞ্চা ব্লকের নপাড়া হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো হস্তচালিত পাটশিল্পের ওপর ১০ দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ শিবির।
ICAR – NINFET (Indian Council of Agricultural Research – National Institute of Natural Fibre Engineering and Technology)-এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে তপশিলি জাতিভুক্ত মোট ২০ জন মহিলাকে পাট থেকে বিভিন্ন পরিবেশবান্ধব সৌখিন ও ব্যবহারিক পণ্য তৈরি করার কৌশল শেখানো হয়।
ব্যাগ, গয়না, খেলনা—তৈরি হচ্ছে সব!
প্রশিক্ষণে মহিলারা দক্ষ প্রশিক্ষিকা রূপা মজুমদারের তত্ত্বাবধানে হাতেকলমে ব্যাগ, কলমদানি, ফুলদানি, পুতুল, রাখী, শিকা, গহনা (Jewellery) ইত্যাদি পাটজাত সামগ্রীর নকশা ও নির্মাণ শিখেছেন। আয়োজকদের মূল লক্ষ্য ছিল, এই ঐতিহ্যবাহী পাটশিল্পকে ব্যবহার করে গ্রামাঞ্চলের মহিলাদের কেবল আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা নয়, বরং তাঁদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।
শিবিরের শেষে স্থানীয় মহিলাদের তৈরি পাটজাত পণ্যের একটি জমজমাট প্রদর্শনীরও আয়োজন করা হয়। জানা গিয়েছে, বাড়িতে বসেই মহিলারা যাতে এই পণ্যগুলি তৈরি করে বাজারে আনতে পারেন, সেই পরিকাঠামোগত সহায়তাও করা হয়েছে।
পরিবেশবান্ধব শিল্পচর্চা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে এই প্রশিক্ষণ শিবির। দেশীয় প্রযুক্তি ও সহজলভ্য পাটকে কাজে লাগিয়ে গ্রামীণ নারীদের দক্ষতা বাড়ানো এবং তাঁদের হাতে স্বনির্ভরতার চাবিকাঠি তুলে দেওয়াই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এই প্রশিক্ষণ পুরুলিয়ার মহিলাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে