অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট! রেকে যান্ত্রিক ত্রুটির জেরে স্তব্ধ ময়দান-শহিদ ক্ষুদিরাম পরিষেবা

বুধবার সন্ধ্যায় অফিস ফেরৎ ব্যস্ত সময়ে ফের বড়সড় ভোগান্তির মুখে কলকাতা মেট্রোর যাত্রীরা। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, নেতাজি স্টেশন থেকে ক্ষুদিরামগামী একটি রেকে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এর জেরে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত কাটেল করে ট্রেন চালানো হচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটিপূর্ণ রেকটি সরানোর কাজ চলছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে যাত্রী নিরাপত্তা নিয়ে কোনো আপস করতে রাজি নয় লালবাড়ি। একদিকে যখন যান্ত্রিক ত্রুটি ভোগাচ্ছে, অন্যদিকে মেট্রো কর্মীদের মানসিক চাপ কমাতে অভিনব উদ্যোগ নিয়েছেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। মোটরম্যানদের জন্য ‘আর্ট অফ লিভিং’-এর শিবিরের আয়োজন করা হয়েছে। যোগব্যায়াম, ধ্যান ও সুদর্শন ক্রিয়ার মাধ্যমে কর্মীদের শান্ত ও মনোযোগী রাখা হচ্ছে যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে তাঁরা মাথা ঠান্ডা রেখে দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy