অগ্নিগর্ভ বাংলাদেশ, হাদির মৃত্যুতে শাহবাগে বিশাল জমায়েত! শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ড. ইউনূসের

ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলায় ক্ষোভের আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে তাঁর মৃত্যুর খবর আসতেই ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নজিরবিহীন তাণ্ডব। শুক্রবার সকাল থেকে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। শাহবাগ থেকে শুরু করে ঢাকার রাজপথ— সর্বত্রই এখন ‘আজাদি’ আর ‘আগুন জ্বালো’ স্লোগানে উত্তাল।

ভস্মীভূত সংবাদপত্র অফিস, নিশানায় সংবাদমাধ্যম বৃহস্পতিবার রাতেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে সংবাদপত্রের ওপর। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র ‘প্রথম আলো’-র কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের অভিযোগ, হাদির আন্দোলনের খবর সঠিকভাব পরিবেশন করা হয়নি। শুক্রবার সকালেও এই তাণ্ডবের রেশ বজায় রয়েছে।

শাহবাগে উত্তাল জমায়েত: ভারত-বিরোধী স্লোগান বিবিসি বাংলা ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ শুক্রবার সকাল ৭টা থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে জমায়েত বিশাল আকার ধারণ করে। বিক্ষোভকারীদের মুখে শোনা যাচ্ছে:

“জ্বালো জ্বালো, আগুন জ্বালো”

“রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”

“গোলামি না আজাদি? আজাদি-আজাদি” সূত্রের খবর, এই জমায়েত থেকে উসকানিমূলক ভারত-বিরোধী স্লোগানও তোলা হয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ড. ইউনূসের
দেশের পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হাদির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তিনি আগামী শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও শোক পালিত হবে।

উত্তেজনার কেন্দ্রে সেই গুলিচালনা গত সপ্তাহে ঢাকায় ই-রিকশায় যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছিলেন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাদির অনুগামীদের দাবি, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এই খুনের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy