আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার শিশুদের জন্য ১০০০ ডলারের ‘Trump Accounts’ বা বেবি বন্ড প্রকল্প ঘোষণা করেছে। এই উদ্যোগের প্রশংসা করলেও সঞ্চয় নিয়ে একেবারে উল্টো সুর শোনা গেল ইলন মাস্কের গলায়। তাঁর দাবি, আগামী দিনে মানুষের আয়ের সার্বিক বৃদ্ধি ঘটবে এতটাই যে, সঞ্চয়ের আর কোনো প্রয়োজনই থাকবে না।
কেন এমন দাবি মাস্কের? মাস্কের যুক্তি মূলত প্রযুক্তি নির্ভর। তিনি মনে করেন:
এআই ও রোবোটিক্সের দাপট: কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স এমন স্তরে পৌঁছাবে যে কায়িক শ্রমের প্রয়োজন ফুরিয়ে যাবে।
অঢেল সম্পদ: উৎপাদনের হার এতটাই বেড়ে যাবে যে পৃথিবী থেকে দারিদ্র মুছে যাবে।
টাকার গুরুত্ব: মাস্কের মতে, ভবিষ্যতে টাকা হবে অক্সিজেনের মতো— যা সর্বত্র পাওয়া যায়। তাই আলাদা করে জমানোর দরকার পড়বে না।
সমালোচনার ঝড়: ৬০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক যখন সঞ্চয় না করার পরামর্শ দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সমালোচকদের প্রশ্ন— “যাঁর নিজের এত অগাধ সম্পত্তি, তিনি কেন অন্যকে টাকা না জমানোর জ্ঞান দিচ্ছেন? তবে কি তিনি নিজেও সম্পত্তি বাড়ানো বন্ধ করবেন?”