সাধের দামি লিপস্টিক ভেঙে গেল মন খারাপ নয়! বরং শিখেনিন ঠিক করার কৌশল

নারীদের সাজের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে লিপস্টিক। ঠোঁট রাঙিয়ে তুলতে লিপস্টিকের জুড়ি নেই। অনেকেই শখ করে দামি লিপস্টিক কিনে থাকেন। এতে ঠোঁটেরও ক্ষতি এড়ানো সম্ভব হয়। কিন্তু এই শখের লিপস্টিক দেয়ার সময় যদি তা ভেঙে যায় তবে কষ্টের শেষ থাকে না।

তবে মন খারাপ করার কোনো কারণ নেই। একটি কৌশল জানা থাকলে আপনি আপনার শখের লিপস্টিকটি ভেঙে গেলেও খুব সহজেই জোড়া লাগিয়ে নিতে পারবেন। চলুন তবে জেনে নেয়া যাক কৌশলটি-

প্রথমে লিপস্টিকের ভাঙা অংশের নিচে ম্যাচ কিংবা লাইটার দিয়ে গলিয়ে নিন। অথবা মোম দিয়েও গলাতে পারেন। মোম দিয়ে কাজটি সহজ হবে। তবে সাবধান থাকুন, লিপস্টিক যেন আগুনে পুড়ে না যায়। পুড়ে গেলে নষ্ট তা হয়ে যাবে।

এখন গলানো অংশটি মূল লিপস্টিক অংশের উপর লাগিয়ে কিছুক্ষণ চেপে ধরে থাকুন। পরে টুথপিক কিংবা কোনো কাঠি দিয়ে জোড়া লাগানো অংশটি সমান করে নিন। সাবধানে কাজটি করুণ যাতে পুনরায় ভেঙে না যায়।

সবশেষে লিপস্টিক পুরোপুরি লাগানোর জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ব্যস এই কৌশলটি কাজে লাগিয়ে ভাঙা লিপস্টিক সহজেই জোড়া লাগিয়ে নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy