রুক্ষ চুলকে ঝলমলে করে তোলার জাদুকরী টোটকা, লুকিয়ে হাতের কাছেই

সঠিক যত্নের অভাবে আমাদের চুল নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে নিয়মিত যত্ন না নিলে চুল রুক্ষ হয়ে যাওয়ার প্রবণতাও দেখা দেয়। বিশেষ করে যারা প্রতিদিন বাইরে কাজ করতে বের হোন, তাদের এই সমস্যা বেশি হয়। ধুলো, রোদ, ঘামে চুল দ্রুত নষ্ট হতে থাকে।

এই সমস্যার সমাধানে ঘরেই তৈরি করে নিন একটি সাধারণ প্যাক। এটি চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেললে সঙ্গে সঙ্গেই ফল মিলবে। সপ্তাহে তিন বার করে এক মাস লাগানো গেলে তো কথাই নেই। চুল একেবারে আগের মতো কোমল হয়ে যাবে। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে বানাবেন এই জাদুকরী প্যাক-

যা যা লাগবে

২টি ডিম, ২ চা চামচ মধু, ১টি লেবুর রস, ৩ চা চামচ নারকেল তেল।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

প্রথমে ডিম ফাটিয়ে হলুদ অংশ বাদ দিয়ে শুধু সাদা অংশটি একটি পাত্রে ঢেলে দিন। তার মধ্যে মিশিয়ে নিন মধু, লেবু, নারকেল তেল। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি শেষে প্যাকটি ভালোভাবে চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। দেখবেন, দিন কয়েকেই পুরনো নরম ভাব ফিরে পাবে চুল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy