রাতে ভালো ভাবে ঘুমাতে চান, তাহলে ফলো করুন এই টিপস

রাতে ঘুম না আসার সমস্যা অনেকের রয়েছে। বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে। রাতে ভালো ঘুমের জন্য মনোবিজ্ঞানীরা কিছু কাজ করতে বলেছেন। এ কাজগুলো নিয়েই আজকের আয়োজন-

মেডিটেশন করুন

রাতে গভীর ঘুমের জন্য অনেকেই মেডিটেশন করেন। মনোবিজ্ঞানীরা বলেন, এটি সম্পূর্ণ নীরোগ প্রক্রিয়া। অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যার কার্যকরী সমাধান। কয়েকবার শ্বাস নেওয়ার ব্যায়াম করার মাধ্যমে মেডিটেশন করা যায়। গুগল প্লেস্টোর ও অ্যাপল অ্যাপস্টোর থেকে বুদ্ধিফাই নামে একটি অ্যাপ রয়েছে। অনেক স্বাস্থ্যসচেতন গভীর ঘুমের জন্য এ অ্যাপ ব্যবহার করেন।

দুশ্চিন্তা করবেন না

ঘুম না আসার অন্যতম কারণ হলো দুশ্চিন্তা করা। কোনো কিছু নিয়ে অযথা দুশ্চিন্তা করলে মস্তিষ্কে বড় ধরনের প্রভাব পড়ে। ফলে ঘুম আসতে দেরি হয়। তাই আপনি যে বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন দিনের কোনো এক সময়ে সেটি লিখে রাখুন। মনোবিজ্ঞানীরা বলেছেন, এগুলো কোথাও লিখে রাখলে সহজেই গভীর ঘুম আসে।

বই পড়ুন

ঘুম না আসার অন্যতম সমাধান হলো বই পড়া। মনোবিজ্ঞানীরা বলেন, বই পড়লে সহজেই ঘুম চলে আসে। তাই ঘুমানোর সময় বই পড়ার অভ্যাস করা উচিত।

সোশ্যাল মিডিয়ার কাছে না আসা

অনিদ্রার অন্যতম কারণ হলো অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার। সে কারণে রাতে ঘুমানোর এক থেকে দুই ঘণ্টা আগে যেকোনো ইলেকট্রোনিক ডিভাইস সরিয়ে রাখুন। ঘুমের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।

আগেভাগে রাতের খাবার খান

রাতের খাবার আগেভাগে খাওয়ার অভ্যাস করুন। পরিবারের সব সদস্যকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খান। মনোবিজ্ঞানীরা বলেন, ঘুম ও রাতের খাবার খাওয়ার মধ্যে অন্তত দুই ঘণ্টা ব্যাবধান থাকা উচিত।

ব্যায়াম করুন

গবেষকরা বলেন, কমপক্ষে ১০ মিনিটের ব্যায়ামে ঘুম ভালো হয়। তবে রাতে ঘুমানোর আগে কখনোই ব্যায়াম করা উচিত নয়। সকালে অথবা বিকেলে ব্যায়াম করা যেতে পারে। এতে স্ট্রেস কমে যায় এবং রাতে সহজেই ঘুম আসে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy