যাদের মাথায় টাক তারাই বেশি সফল : সমীক্ষা

চুল বুঝি সব ঝরেই গেল! এমন মনপোড়ানো আক্ষেপে যাদের দিন যায়, ভোর হয় তাদের সুখবর দিচ্ছে বিজনেস ইনসাইডার। ২০১২ সালের একটি জরিপের বরাত দিয়ে বিশ্বখ্যাত সাময়িকীটি বলছে, টাক মানুষদের লোকে বেশি তেজস্বী, সফল এবং বুদ্ধিমান মনে করেন।

জরিপটি করেছেন পেনসিলভানিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী আলবার্ট ই. ম্যানেজ। জরিপে ৫৯টি ‘সাবজেক্ট’ বেছে নেওয়া হয়। এরপর অংশগ্রহণকারীদের বিভিন্ন পুরুষের কয়েক রকম ছবি দেখানো হয়।

প্রথম ছবিতে যে ব্যক্তির চুল ছিল, দ্বিতীয় ছবিতে তিনি চুলহীন। অধিকাংশ অংশগ্রহণকারী বলছেন, টাক মানুষটিই বেশি আকর্ষণীয়।

কারিগরি-উদ্যোক্তা সেথ গডিনও গবেষণার ফলাফলে একমত। তিনি নিজেও মাথা সবময় আদুল রাখেন।

‘কেশশূন্যতা একজন মানুষের সম্পর্কে তাৎক্ষণিক এবং স্পষ্ট একটা ধারণা দিয়ে দেয়। এটি অন্যের কাছে একজন মানুষকে একটু অন্যভাবে উপস্থাপন করে।’

সারল্যান্ড ইউনিভার্সিটির আলাদা আরেকটি গবেষণায়ও একই কথা বলা হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy