মেসেজ নয়, একটি ফোনকলই জোড়া লাগাতে পারে মনের তার! জানলে অবাক হবেন

সামাজিক মাধ্যমে পরিচয় আজকাল জলভাত। পরিচয়ের পর মেসেজিং, নম্বর আদান-প্রদান সবই চলতে থাকে মসৃণভাবে। কিন্তু হঠাৎ একদিন আপনার অনুমতি নিয়ে কেউ ফোন করে বসলে? সেই প্রথম কণ্ঠস্বরেই যেন হারিয়ে যায় এতদিনকার ভার্চুয়াল দূরত্ব!

এতদিন ধরে মেসেজে কথার যে বন্যা বইত, উল্টো প্রান্ত থেকে হঠাৎ ভেসে আসা ‘আই লাভ ইউ’-তেই যেন বদলে যায় সম্পর্কের রসায়ন। রাত জেগে অজস্র মেসেজ পাঠিয়েও যা বোঝানো যায়নি, একটি ছোট্ট ফোনকলেই যেন অনেকটা কথা বলা হয়ে যায়। বাড়ে সম্পর্কের উষ্ণতা, আর মনের দিক থেকেও আসে এক নতুন পরিবর্তন, যা অস্বীকার করার উপায় থাকে না।

শুধু তাই নয়, মেসেজে যেখানে সবকিছু লিখে বোঝানো যায় না, তেমনই বেশি লেখায় অনেক সময় ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়। কিন্তু একটি ফোনকল যেন সব সমস্যার চটজলদি সমাধান করে দিতে পারে।

কেন ফোন করবেন?

ধরুন, আপনি প্রিয় বন্ধুদের থেকে অনেক দূরে থাকেন। হয়তো অনেক দিন পর তাদের সাথে দেখা হয়, আর দেখা হলে কথা যেন ফুরোতেই চায় না। সোশ্যাল মিডিয়া দূরত্ব কমিয়েছে ঠিকই, কিন্তু আজকাল লম্বা টেক্সট টাইপ করে গল্প করার সময় কারোর নেই। তাই বন্ধুদের সাথে সময় ঠিক করে নিয়ে প্রাণখুলে কথা বলুন। এতে মনও ফুরফুরে থাকবে, আর সময়ও বাঁচবে।

ভুল বোঝার সুযোগ কমে যায়:

সারাদিনের কাজের শেষে অনেকেই আর ফোনের দিকে তেমন নজর দেন না। ফলে কেউ মেসেজ পাঠালেও অনেক সময় উত্তর দেওয়ার কথা খেয়াল থাকে না। ওদিকে যিনি মেসেজ পাঠিয়েছেন, তিনি হয়তো ভাবছেন তাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আর এভাবেই জন্ম নেয় অহেতুক ভুল ধারণা। এর চেয়ে একটি ফোনকল অনেক বেশি নিরাপদ। সরাসরি কথা বলার সুযোগ থাকায় ভুল বোঝার কোনও অবকাশ থাকে না।

কাজে আনে নতুন এনার্জি:

অনেক দিন পর প্রিয় বন্ধুর সাথে একটু মন খুলে কথা বললে কাজেও নতুন এনার্জি আসে। একটু হাসি-ঠাট্টা করলে কার না মন ভালো হয়! মনের মধ্যে জমে থাকা কথাগুলো বলতে পারার সুখ অন্য কিছুতে নেই, যা নতুন উদ্যোমে কাজ শুরু করতে সাহায্য করে।

সম্পর্ক থাকে অটুট:

মাঝেমধ্যে একটি ফোনকল সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে তোলে। দূরে থাকা প্রেমিক-প্রেমিকা যতই সারাদিন টেক্সটের ওপর ভরসা রাখুক না কেন, সপ্তাহান্তে একটি ফোনকল যেন সব দূরত্ব ভুলিয়ে দেয়। প্রিয় মানুষের কণ্ঠস্বর শুনলেও মনে শান্তি আসে। আজকাল ব্যস্ততার অজুহাতে অনেকেই একে অপরের জন্য সময় বের করতে পারেন না, সেক্ষেত্রে একটি ফোনকলই অনেক কিছু বদলে দিতে পারে এবং মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে।

পজিটিভিটি বাড়ে:

সোশ্যাল মিডিয়া বা টেক্সট মেসেজে অনেকেই দায়সারাভাবে কিছু আনুষ্ঠানিকতা সেরে ফেলেন। নববর্ষ বা জন্মদিনের শুভেচ্ছা এখন ভার্চুয়ালিই আসে। ধরা যাক, কারোর কোনো খুশির খবরে আপনি শুধু একটি লাইক বা কমেন্ট না করে সরাসরি ফোন করলেন। সেই মানুষটির মনের আনন্দ যে কয়েকগুণ বেড়ে যাবে, তা বলাই বাহুল্য।

তাই, শুধু লাইক আর কমেন্টের ভার্চুয়াল দুনিয়ায় আটকে না থেকে, মাঝে মাঝে একটি ফোনকলের মাধ্যমে আপনজনদের সাথে জুড়ে থাকুন। দেখবেন, সম্পর্কের উষ্ণতা যেমন বাড়বে, তেমনই মনও থাকবে অনেক বেশি প্রফুল্ল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy