বিশ্ব সুন্দরী হলেও এই ৫ ধরনের মেয়েকে জীবনসঙ্গী বানানো উচিত নয় ,জেনেনিন কারণ

বিয়ে(Marriage) মানুষের জীবনে এমন এক গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে এক নতুন জীবনে প্রবেশ হয়। সংসারের প্রতি দ্বায়িত্ব থাকে, স্বামী স্ত্রীর একসঙ্গে সুখ দুঃখে পথ চলার অঙ্গীকার থাকে। এই বিয়ে দুটি মনের মিলন। তাই বিয়ে(Marriage) নিয়ে একটা ভয় সবসময় কাজ করে যে তার ভবিষ্যতে সঙ্গিনী কেমন হবে। আজকের এই লেখা চান্যকের নীতি সংক্রান্ত যেখানে তিনি জানিয়েছিলেন মেয়েদের কিছু গুন সম্পর্কে।

এই বৈশিষ্ট্য যদি কোনো মেয়ের মধ্যে দেখা যায় তাহলে তাদের বিয়ে না করাই উচিত। চানক্যের কাছে কোনো নারী(Women) রূপে সুন্দরী বা অসুন্দরী এই বিষয় প্রাধান্য পায় না। তার মতে, একটি মেয়েকে বিয়ে করতে গেলে অন্তরের গুনকে জানতে হবে।

১। যেই নারীর সাথে আপনার পরিচয় বা যোগাযোগ রয়েছে, আর আপনি তার সম্পর্কে কিছুটা অবগত সেই ধরনের নারী যদি আপনার কাছে নিজের বিষয়ে কিছু গোপন করেন ও মিথ্যা বলেন, তাহলে সে আপনার মত প্রিয়জন হোক না কেন তাকে ত্যাগ করুন‌। কারন সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন, মিথ্যা(Lie) কথা সম্পর্কে বিষ হিসেবে কাজ করে।

২। বিয়ে করার আগে তার পরিবার পরিজন সম্পকে জানুন। যদি এই বিষয়টিকে উপেক্ষা করেন মনে হয় তারা খারাপ হলেও আপনার প্রিয়জন ভালো তাহলে সেটি ভুল। কারন একজন তার পরিবারের থেকে প্রথম শিক্ষা পায়। তাই সব কিছু বিবেচনা করুন।

৩। খুব সুন্দর ফুলে যেমন কাজের আক্রমণ বেশী হয়, তেমনি বেশী সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা ঠিক রাখতে পারেন না নিজেকে পরকীয়ার সম্ভবনা বেড়ে যেতে পারে। তাই সুন্দর মনের দিকে নজর দিন।

৪। প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ আছে তাই যারা কেবল আপনার কাছে নিজের ভালো গুনটিকে উপস্থিত করে তাহলে তাদের এড়িয়ে চলুন।

৫। যে মেয়ে অকপটে সরাসরি সবার সামনে ঝগড়া করে তাদের বিয়ে করবেন না।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy