ছেলেরা দৃষ্টি আকর্ষণ করুক—মনে মনে সব মেয়েই এটা ভালোবাসেন, তা মুখে অস্বীকার করলেও। ছেলেরা যাতে তাদের ভালো গুণগুলো দেখতে পান, সেই প্রচেষ্টা সব সময়ই থাকে। কিন্তু সেই ছেলেটি যদি বিবাহিত হন? সম্প্রতি শোনা যাচ্ছে, অবিবাহিত মেয়েরা বিবাহিত পুরুষদের প্রতি আগ্রহী হচ্ছেন। তবে অনেক ক্ষেত্রে বিবাহিত পুরুষেরা নাকি ‘অনিচ্ছাকৃতভাবে’ প্রেমে পড়ছেন! কিন্তু এই ধরনের পুরুষেরা মুখে কিছু বলেন না, তাদের সব উদ্দেশ্য প্রকাশ পায় আচরণে। তাই আপনার পরিচিত কোনো বিবাহিত পুরুষ এমন আচরণ করছেন কিনা, তা খেয়াল করুন। যদি করেন, তবে সতর্ক হোন, তাকে সরাসরি বুঝিয়ে দিন এবং সম্পর্ক থেকে সরে আসুন।
১. বিবাহিত জীবনের দুঃখ শোনাতে চান অনেক বিবাহিত পুরুষই অভিযোগ করেন যে তারা বিয়ে করে সুখে নেই। নিজের বিবাহিত জীবনের কষ্ট, স্ত্রীর রুক্ষ আচরণ, বা জীবনে রোমান্টিকতার অভাব—এসব অবিবাহিত কোনো মেয়েকে শুনিয়ে তারা সহানুভূতি পেতে চান। এসব বলে তারা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চান। অনেক মেয়ে সহানুভূতি দেখাতে গিয়ে এদের ফাঁদে পড়ে যান।
২. সুযোগ পেলেই আপনার প্রশংসা করেন খেয়াল করুন, কোনো বিবাহিত পুরুষ কি সুযোগ পেলেই আপনার কাজ, সাজগোজ বা বিভিন্ন গুণের অতিরিক্ত প্রশংসা করছেন? হঠাৎ প্রশংসা করা স্বাভাবিক, কিন্তু তিনি যদি ঘন ঘন প্রশংসা করতে থাকেন তবে সতর্ক হওয়া জরুরি। যিনি নিজের স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য নারীতে আসক্ত হতে পারেন, তিনি সম্ভবত আপনার সঙ্গেও একই কাজ করবেন। মনে রাখবেন, আপনার সামান্য প্রশ্রয়ও একটি সাজানো সংসার ভাঙার কারণ হতে পারে। এমন পুরুষকে কোনো প্রকার পাত্তা দেবেন না।
৩. আপনার পাশে থাকার ভান করেন তিনি সব সময় আপনাকে বোঝাতে চেষ্টা করেন যে আপনার যেকোনো প্রয়োজনে তিনি পাশে আছেন। যে কোনো সময় একটা কল করলেই তিনি আপনার কাছে ছুটে আসবেন! আপনাকে সাহায্য করার জন্য তিনি সব ধরনের চেষ্টা করতে চাইবেন। অথচ নিজের স্ত্রীর ক্ষেত্রে তার আচরণ থাকে ঠিক উল্টো। অর্থাৎ, যে ভালোবাসা তার স্ত্রীকে দেখানোর কথা, তা তিনি আপনার প্রতি দেখানোর চেষ্টা করেন। তাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভেবে আনন্দিত হবেন না; মূলত তিনি একজন প্রতারক।
৪. দুজনের মধ্যে কমন বিষয় খুঁজে বের করেন তিনি আপনার পছন্দের খাবার, প্রিয় গান, জীবনের স্বপ্ন ও লক্ষ্য—সব জেনে নেবেন। এরপর জানাবেন যে, তার পছন্দগুলোও ঠিক আপনার মতো। দু’জনের মধ্যে মিল খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনার পছন্দের জিনিসগুলো উপহার দেওয়ার চেষ্টা করবেন। পুরুষটি বিবাহিত না হলে এই চেষ্টা সুন্দর হতে পারত।
৫. আপনার সঙ্গে সারাক্ষণ ‘অ্যাটাচ’ থাকতে চান তিনি সারাদিনে যতবার আপনাকে ফোন, মেসেজ ইত্যাদি করেন, ততটা স্ত্রীকেও করেন না। ‘শুভ সকাল’ থেকে শুরু করে আপনি কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন—সব খোঁজ তারা রাখতে চাইবেন! হয়তো আপনার রান্না করার সময় নেই জানতে পেরে আপনার জন্য খাবার অর্ডার করে পাঠিয়ে দিচ্ছেন! এই ধরনের উপহার কখনো গ্রহণ করবেন না। আপনার প্রতি তার এই টান বা আকর্ষণ মোটেও স্বাভাবিক নয়। অপরাধকে অপরাধ হিসেবেই দেখুন, সেটি যার সঙ্গেই ঘটুক না কেন।