বাজারের কেমিকেলযুক্ত গ্লিসারিন নয়, তৈরী করুন ঘরেই! জেনেনিন বিস্তারিত

ত্বকের কোনো ধরনের ক্ষতি করে না গ্লিসারিন। হাত-পা, ঠোঁট, ত্বকসহ শরীরের সব স্থানেই এটি ব্যবহারযোগ্য। সাধারণত বিভিন্ন কসমেটিকস হাউজ থেকেই কেনা হয় গ্লিসারিন। তবে বাজারের কেমিকেলযুক্ত গ্লিসারিন ব্যবহারের চেয়ে ঘরেই মাত্র ১৫ মিনিটে তৈরি করতে পারবেন এটি। জেনে নিন কীভাবে-

গ্লিসারিন তৈরির পদ্ধতি

প্রথমে একটি সসপ্যান চুলায় হালকা আঁচে বসিয়ে দিন। এতে এবার এক কাপ নারকেল তেল ও অলিভ অয়েল মিশিয়ে দিন। অল্প আঁচে নাড়তে থাকুন।

এবার তেলের মধ্যে ১ চা চামচ লাই ও ১ কাপ জল মিশিয়ে দিন। ১৫ মিনিটের জন্য মিশ্রণটি ফুটিয়ে নিন। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

যখন দেখবেন মিশ্রণটি একেবারেই জলের মতো স্বচ্ছ হয়ে গেছে তখন আধা কাপ লবণ মিশিয়ে দিন। এরপর আরও একটু নেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন।

মিশ্রণটি ঠান্ডা হতে দিন। এবার উপরে জমে থাকা অংশ তুলে ফেলুন। নীচের তরলটুকুই হলো গ্লিসারিন।

এবার একটি ছোট প্রসাধনী বোতলে গ্লিসারিন ঢেলে মুখ মন্ধ করে রেখে দিন রেফ্রিজারেটরে। আপনি এটি ৩-৪ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy