প্রোস্টেট ক্যান্সারের আগাম কিছু লক্ষণ ,যা জানা খুবেই আবশ্যক

পুরুষদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রোস্টেট ক্যান্সার। সারা বিশ্বে প্রচুর পুরুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। এমনকী প্রত্যেক বছর এর কারণে মৃত্যুর সংখ্যাটাও বেশ আশঙ্কার। প্রথম থেকে চিকিৎসা না করালে মারাত্মক আকার নিতে পারে প্রোস্টেট ক্যান্সার।
কীভাবে চিনবেন এই মরণ রোগের লক্ষণ?
গবেষকরা জানাচ্ছেন, প্রোস্টেট ক্যান্সারের প্রথম লক্ষণ হলো প্রস্রাবের সঙ্গে রক্ত। প্রস্রাবের রং স্বাভাবিকের গোলাপি, লাল কিংবা কালো হলে ভাবনার কারণ আছে। মূত্রের সঙ্গে বের হতে পারে রক্তও। এমন সব চিহ্ন দেখতে পেলে সঙ্গে সঙ্গে চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

এ ছাড়া চিকিৎসকরা জানাচ্ছেন, প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত পুরুষরা প্রস্রাবের বেগ অনুভব করতে পারেন না। শুধু তাই নয়, প্রস্রাবের পর তাঁদের মনে হয় আরো প্রস্রাব হতে পারে। প্রোস্টেট ক্যান্সার খুব ধীরে ধীরে শরীরে বেড়ে ওঠে। বছরের পর বছর ব্যক্তি তা চিহ্নিত করতে পারেন না। এর ফলে মারাত্মক আকার ধারণ করে এই রোগ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy