রূপচর্চায় নারীরা কত কিনা করেন। তারপরও ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়। ত্বক শুষ্ক হয়ে যায়। আবার অনেকেরই বয়সের আগেই চামড়া কুঁচকে যাওয়ার সমস্যা দেখা দেয়।
আদিকাল থেকেই নারীরা রূপচর্চায় ফিটকিরি ব্যবহার করে আসছেন। ত্বকের কুঁচকে যাওয়া রোধেও ফিটকিরি দারুণ কার্যকর। ফিটকিরি ত্বকে বলিরেখা পড়তে দেয় না। চলুন ত্বক শুষ্ক হওয়া ও চামড়া কুঁচকে যাওয়া রোধে কীভাবে ফিটকিরি ব্যবহার করবেন তা জেনে নেয়া যাক-
প্রথমে ভালো করে মুখ ধুয়ে নিয়ে। এবার সারা মুখে অনেকক্ষণ ধরে ফিটকিরি ঘষুন। অথবা ফিটকিরি চূর্ণ জলে মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে গেলে কিছুক্ষণ পর মুখটা ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন ব্যবহার করলে কুঁচকে যাওয়া রোধ হবে, সঙ্গে মুখের ঊজ্জ্বলতা ফিরবে। সেই সঙ্গে ব্রণ-ফুসকুড়ির হাত থেকেও মুক্তি পাবেন।