চিনি থেকে পিঁপড়া দূর করার সহজ কয়েকটি উপায়, সম্পর্কে জেনেনিন বিস্তারিত

বাড়িতে পিঁপড়া থেকে চিনিকে রক্ষা করা বেশ মুশকিল। অনেক সতর্কতা নেয়ার পরও পিঁপড়া ঠিকই পৌঁছে যাচ্ছে চিনির কাছে। তাই পিঁপড়ার হাত থেকে চিনিকে বাঁচাতে অনেকেই নানা পন্থা অবলম্বন করছেন। তবে প্রায় ক্ষেত্রেই কাজের কাজ কিছুই হয় না।

তবে বেশ কয়েকটি সহজ উপায়ে পিঁপড়া থেকে চিনিকে নির্বিঘ্নে সুরক্ষা রাখা যাবে। আসুন সেই পদ্ধতিগুলি জেনে নেয়া যাক-

১)  এক টুকরো লেবুর খোসা চিনির পাত্রে রেখে দিন। ২ থেকে ৩ দিন পর পর সেটি বদলে ফেলুন। এতে চিনির পাত্রের বেশ দূরে থাকবে পিঁপড়ার দল।

২) চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিতে পারেন। সেটি ৪ থেকে ৫ দিন পর পর বদলে ফেলুন। তেজপাতার গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও ভিড়বে না।

৩) মাঝারি মাপের দুই-একটা দারুচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারুচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়া।

৪) চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রাখতে পারেন। সেটি ৪ থেকে ৫ দিন পর পর বদলে ফেলুন। লবঙ্গর গন্ধে চিনির পাত্র থেকে দূরে থাকবে পিঁপড়ার দল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy