অবকাশে মহিলারা কী করেন? সমীক্ষায় প্রকাশিত তথ্য জানলে অবাক হবেন

একাকীত্ব নিয়ে প্রায়ই দ্বিমত লক্ষ্য করা যায়। বহু মানুষ একাকীত্বকে সেরা সময় বলে মনে করেন। আবার অনেকেই একাকীত্বে অবসাদে ভোগেন। তবে ব্যস্ততা কাটিয়ে নিজের জন্যও সময় বের করা প্রয়োজন। আর তা না হলে মুড সুইং অবাধারিত। অবকাশে মহিলারা কী করেন? সম্প্রতি এক সমীক্ষায় প্রকাশিত তথ্য জানলে অবাক হবেন আপনিও।

2/9

রোজকার টাইট স্কিনফিট জামাকাপড়ে অভ্যস্ত মহিলারা বেশিরভাগ সময়েই একা থাকলে সাধারণত হালকা লুস ফিটিং জামাকাপড় পড়েন।

3/9

বেশিরভাগ লোকই ভাবেন খালি সময়ে ছেলেরা তাদের প্রাক্তন প্রেমিকার ফটো, প্রোফাইলে ঢুঁ মারেন। তবে সমীক্ষা যা বলছে শুনে চমকে যাবেন। প্রাক্তনের ছবি দেখা বা সোশাল মিডিয়ায় প্রোফাইলে স্টক করে সময় কাটাতে সবচেয়ে ভালোবাসেন মেয়েরা।

4/9

মেয়েরা সবচেয়ে বেশি কাদের কথা ভাবেন? অধিকাংশই বলবেন ছেলেদের কথা। কিন্তু সমীক্ষা বলছে, মেয়েরা ফাঁকা সময়ে অন্য মেয়েদের কথাই বেশি ভাবেন।

5/9

একা থাকলে সবাই নিজের ইচ্ছেমতোই বাঁচতে চান। কোনও বাধ্যবাধকতা থাকে না। কম সময়ের জন্য হলেও সেটুকু স্বাধীনভাবে উপভোগ করতে চান মহিলারা। আর তাই সমীক্ষা বলছে, এমন সময়ে বাড়ির ভিতর বাথরুমের দরজা খোলা রাখতেই ভালোবাসেন মহিলারা।

6/9

অবকাশে নাচতে ভালোবাসেন অর্ধেকেরও বেশি মহিলা। সমীক্ষা বলছে, ফাঁকা সময়ে গান চালিয়ে নাচতে সবচেয়ে বেশি ভালোবাসেন মহিলারা। কারণ এই সময় কেউ বিরক্ত করার, বনা আপত্তি তোলার মতো থাকে না। তাই স্বাধীনভাবে নাচ করতে পারেন তারা।

7/9

আবার ফাঁকা সময়ে অনেক মহিলাই দীর্ঘ সময় ধরে স্নান করেন। রোজকার ব্যস্ততায় যা সম্ভবপর হয় না। তবে ব্যতিক্রমও রয়েছে। অনেকেই অলসভাবে একাকীত্ব যাপন করেন। যার ফলে বহু দিন স্নান না করেই কাটান তারা।

8/9

আবার ফাঁকা সময়ে অনেক মহিলাই দীর্ঘ সময় ধরে স্নান করেন। রোজকার ব্যস্ততায় যা সম্ভবপর হয় না। তবে ব্যতিক্রমও রয়েছে। অনেকেই অলসভাবে একাকীত্ব যাপন করেন। যার ফলে বহু দিন স্নান না করেই কাটান তারা।

9/9

সমীক্ষায় জানা গিয়েছে, ঘরে একা থাকলে় বেশিরভাগ মহিলাই প্রাপ্তবয়স্কদের ছবি দেখেন। ছেলেদের থেকেও এই ব্যাপারে তারা এগিয়ে। যদিও তা স্বীকার করেন না কেউই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy