ফ্রায়েড চিকেনের নাম শুনলেই খাদ্যরসিকদের জিভে জল আসা স্বাভাবিক। আর KFC-র ফ্রায়েড চিকেনের স্বাদ যেন অনেকের মনেই গেঁথে রয়েছে! তবে যদি এমন হয়, সাতসকালে ঘুম থেকে উঠেই আপনার পছন্দের ফ্রায়েড চিকেনের স্বাদ পেতে পারেন? ঘুম থেকে উঠে নিশ্চয়ই রেস্তোরাঁয় যাওয়ার ইচ্ছে করবে না। কিন্তু এবার সেই স্বাদ আপনার হাতের কাছেই চলে আসবে, তাও আবার এক অভিনব উপায়ে! KFC নিয়ে এসেছে এক নতুন চমক – চিকেন ফ্লেভারের টুথপেস্ট!
অবাক হচ্ছেন নিশ্চয়ই? ভাবছেন টুথপেস্টে ফ্রায়েড চিকেনের স্বাদও সম্ভব? হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে KFC। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে KFC-র ফ্রায়েড চিকেন ফ্লেভারের টুথপেস্টের একটি ভিডিও। টুথপেস্ট প্রস্তুতকারক সংস্থা Hismile-এর সঙ্গে যৌথভাবে এই নতুন মাজন বাজারে এনেছে KFC। যা তৈরি হয়েছে KFC-র ১১টি বিশেষ ভেষজ ও মশলার গোপন রেসিপি থেকে। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের ১ তারিখে বাজারে এসেছে এই অভিনব টুথপেস্ট। ইতিমধ্যেই বেশ কয়েকজন এটি ব্যবহার করে তাদের রিভিউ দিয়েছেন, যা দ্রুত ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
কাইল ক্রুগার নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে KFC-র চিকেন ফ্রায়েড টুথপেস্টের একটি রিভিউ ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটাই সম্ভবত সবচেয়ে অদ্ভুত জিনিস, যা আমি মুখে ভরলাম। KFC সত্যিই ফ্রায়েড চিকেন ফ্লেভারের টুথপেস্ট তৈরি করেছে। আর হ্যাঁ, আমি সেটা দিয়েই দাঁত মাজলাম।’ ভিডিওটিতে দেখা যায়, টুথপেস্টের পাশাপাশি একটি ইলেকট্রিক টুথব্রাশও দেওয়া হয়েছে। KFC-র একটি বাকেট আকৃতির প্যাকেজ থেকে তিনি সেগুলি বের করেন। এরপর হাসতে হাসতে বলেন, ‘আমি এখন KFC ফ্রায়েড চিকেন ফ্লেভারের টুথপেস্ট হাতে পেয়েছি। আশা করছি এটার স্বাদও তেমনই হবে!’ যদিও ভিডিওতে এও দেখা যায় যে, ওই টুথপেস্ট ব্যবহারের পর তাঁর অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। তিনি জানান, মুখ থেকে তেলের মতো একটা স্বাদ যাচ্ছে না।
উল্লেখ্য, ভারতীয় মুদ্রায় এই টুথপেস্টের দাম প্রায় ১১১৮ টাকা। যা বাজারে আসার সঙ্গে সঙ্গেই নাকি বিক্রিও হয়ে গিয়েছে। যদি সকাল সকাল মুখের মধ্যে একটু অন্যরকম ‘এক্সপেরিমেন্ট’ করতে চান, তাহলে যে কেউ বেছে নিতে পারেন KFC-র এই স্পেশাল ফ্রায়েড চিকেন ফ্লেভারের টুথপেস্ট। তবে এর স্বাদ কেমন হবে, তা ব্যবহার করার পরেই বোঝা যাবে!