সাবধান! রোদে রাখা গাড়ির ভেতর প্লাস্টিকের বোতল কি বিষ হয়ে উঠছে? আজই সতর্ক হোন

গরমের দিনে তৃষ্ণা মেটাতে আমরা অনেকেই গাড়িতে প্লাস্টিকের বোতল রেখে দিই। কিন্তু সাধারণ মনে হওয়া এই অভ্যাসটি আপনার ও আপনার পরিবারের জন্য প্রাণঘাতী হতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করছেন যে, বদ্ধ গাড়ির ভেতর তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন প্লাস্টিকের বোতল থেকে ‘বিসফেনল এ’ (BPA) এবং ‘অ্যান্টিমনি’র মতো ক্ষতিকারক রাসায়নিক জলে মিশতে শুরু করে।

গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ রোদে থাকা গাড়িতে প্লাস্টিকের বোতল রাখলে তা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে এবং ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকি বাড়ায়। শুধু তাই নয়, প্লাস্টিকের বোতল লেন্সের মতো কাজ করে সূর্যের আলোকে কেন্দ্রীভূত করতে পারে, যা থেকে গাড়ির সিটে আগুন লেগে যাওয়ার মতো দুর্ঘটনাও অসম্ভব নয়। তাই গাড়িতে প্লাস্টিকের বদলে কাঁচ বা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুস্থ থাকতে আজই এই অভ্যাসটি পরিবর্তন করুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy