সাবধান! আপনার ঘরের কোণেই লুকিয়ে এই বিষাক্ত পোকা? বাঁচার উপায় জেনে নিন

আমাদের চারপাশে এমন অনেক ছোটখাটো পতঙ্গ বা পোকা থাকে যা আমরা সচরাচর গুরুত্ব দিই না। কিন্তু সাম্প্রতিক গবেষণা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাধারণ দেখতে এই পোকাগুলোই বয়ে আনতে পারে মারাত্মক সংক্রমণ বা অ্যালার্জি। বিশেষ করে বর্ষা ও আর্দ্র আবহাওয়ায় এদের উপদ্রব বৃদ্ধি পায়।

বাড়ির সোফা, বিছানা বা পুরনো খবরের কাগজের স্তূপে এদের আনাগোনা বেশি থাকে। অনেক ক্ষেত্রে এই পোকার কামড়ে ত্বকে র‍্যাশ, চুলকানি এমনকি শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। নিজেকে সুরক্ষিত রাখতে ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। জানালা-দরজায় নেট ব্যবহার করা এবং অন্ধকার কোণগুলোতে কীটনাশক স্প্রে করা কার্যকর হতে পারে। এছাড়া শরীরের খোলা অংশে নিম তেল বা ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করলে এই পোকা থেকে দূরে থাকা সম্ভব। সামান্য সচেতনতাই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy