সকালে ঘুম থেকে উঠে বুকে ব্যথা যে ধরনের সমস্যার ইঙ্গিত, দেখুন গবেষণার মতামত

হঠাৎ সকালে ঘুম থেকে উঠে অনেকেই বুকে ব্যথা অনুভব করেন। কয়েক দিন পরেই আবার একই রকম ব্যথা। এমন চলতেই থাকল। খানিকটা অভ্যাসে পরিণত হলো। ফলে ভয়ও কমে যায়। বিষয়টি অনেকেই অবহেলা করেন।

পরিস্থিতি এমন থাকলে অনেক সময়েই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা মনে হলেও যাওয়া হয়ে ওঠে না। এক শতাংশের বেশি মানুষ এমন সমস্যা নিয়ে সাধারণত যান না চিকিৎসকের কাছে।

সকালে ঘুম থেকে উঠে বুকে ব্যথা যে ধরনের সমস্যার ইঙ্গিত—

অনেকেরই মনে হবে বুকে ব্যথা মানেই হার্টের সমস্যা। তাই ভয় পান। আর বুকে ব্যথা নিয়ম হয়ে গেলে ধরে নেন নিশ্চয় তত বেশি কোনও সমস্যা নয়। হয়তো বা হজমের গোলমালে এমন হচ্ছে। কিন্তু এ সবের বাইরেও কিছু সমস্যা থাকতে পারে। সে কথাই উল্লেখ করেছেন এক দল গবেষক।

পারিবারিক স্বাস্থ্য সংক্রান্ত একটি গবেষণাপত্রে তাঁরা উল্লেখ করেছেন, অনেক সময়ে স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ে সকালের দিকে। তার থেকেই মাঝেমাঝে ব্যথা হয় বুকে। কিন্তু স্ট্রেস হরমোনের অতিরিক্ত ক্ষরণ নানা ভাবে শরীরের ক্ষতি করতে পারে। ফলে হার্টের কোনও সমস্যা হয়নি ভেবে চিকিৎসকের কাছে না যাওয়ার অভ্যাস একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মত গবেষকদের।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy