গরমে জীবন অতিষ্ঠ, এর মধ্যেই খেয়াল করলেন আপনার বাবুর শরীরের কিছু অংশ লাল হয়ে গেছে, চুলকানি শুরু হয়েছে, লাল লাল ছোট দানা দেখা যাচ্ছে! বুঝেই গেলেন গরমের দিনে আরেক বিপদ এসে গেছে “ঘামাচি বা হিট র্যাশ (Heat rash)”। ছোট-বড় কোন ছাড়াছাড়ি নেই! ঘামাচির সমস্যা কম বেশি সবাইকেই ফেইস করতে হয়। ঘামাচি কীভাবে কমবে, এর সল্যুশন বলতে গেলে কথা সবার আগে মাথায় আসে “পাউডার”। তাই না? ঘামাচি থেকে মুক্তি পাবার জন্য এমন ২টি পাউডার সম্পর্কে আপনাদের জানাবো যেটা আপনার সোনামণির কোমল ত্বকের জন্য একদম পারফেক্ট।
ঘামাচি কেন হয়?
প্রথমেই বলে নেই, ঘামাচি কী ও কেন এটা হয়! গরমের সময় ত্বকে লাল বর্ণ ধারণ করে ফুসকুড়ির মত যা বের হয় সেটিই হলো ঘামাচি বা হিট র্যাশ (Heat rash)। সাধারণত ফুসকুড়িগুলো চুলকায়, ঘামাচি হলে কিন্তু ত্বক জ্বালা করতেও পারে। এক কথায় ভীষণ অস্বস্তি লাগে। বিভিন্ন কারণেই ঘামাচি হয়ে থাকে। গরমের দিনে এটা বেশি দেখা দেয়। ঘাম থেকে শুরু করে শরীরে বিভিন্ন চর্মরোগের ফলে ঘামাচি হয়ে থাকে। এছাড়া ঘেমে যাওয়া শরীর যদি পরিষ্কার করা না হয়, তাহলেও কিন্তু ঘামাচি হয়ে থাকে। এই ঘামাচিকে প্রিকলি হিটও বলা হয়। এগুলো সব থেকে বেশি চুলকায় এবং শরীরে অস্বস্তিবোধ হয়। এই মিলিয়ারিয়া যখন না কমে তখন ব্যকটেরিয়া সংক্রমণ করে থাকে। কিছুদিন পর দেখা দেয় পুঁজ, তখন একে বলে Miliaria pustulosa।
বাচ্চাদের নরম ও কোমল ত্বকের যত্নে কোন পাউডার ভালো হবে?
আমরা মায়েরা গরমে সব থেকে বেশি চিন্তাই ভুগি বাচ্চাদের ঘামাচি নিয়ে। বাচ্চাদের প্রোডাক্ট কেনার সময় ভাবি, এইটা আমার বাচ্চার বাচ্চার জন্য সেইফ নাকি? মামাআর্থ ডাস্টিং পাউডার ফর বেবিস পাউডারটি ডার্মাটোলোজিস্ট টেস্টেড এবং কোনো ধরণের ক্যামিকেল ব্যবহার করা হয় নি। তাই ত্বকের জন্য নিরাপদ। ডায়পার পরানোর আগে বাবুর হিপ এরিয়াতেও এটি ইউজ করতে পারবেন।
১। এই পাউডারে ল্যাভেন্ডার অয়েলের সাথে কর্ন স্টার্চ মিক্সড থাকায় শিশুর ত্বক নরম এবং ময়েশ্চারাইজড থাকে। সাথে শিশুর ত্বক স্মুথ রাখতে হেল্প করে।
২। এই পাউডার ঘামাচির ফলে ত্বকে যে ইরিটেশন হয়, সেটা কমিয়ে আনে। ফলে ত্বকে চুলকানি কমিয়ে আরাম দিবে আপনার ছোট্ট সোনামণিকে।
৩। ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটি পাউডার। গরমে অনেক বাচ্চারই ত্বক ড্রাই থাকে, তাদের জন্য এটা বেস্ট।
৪। অরগানিক ওটমিল থাকায় ত্বক সফট হয়, খুব মাইন্ড এবং ঘামাচি কমাতে কার্যকরী।
৫। পাউডারে এক্সট্রা কোনো ধরণের গন্ধ ব্যবহার করা হয় নি, যাতে শিশুর নিঃশ্বাসে কষ্ট না হয়।
আরেকটি পাউডারের কথা না বললেই নয়, অনেক মায়েরাই এটি ছোট্ট সোনামণির জন্য ব্যবহার করছেন। নবজাতক শিশুর জন্য যারা ভালোমানের পাউডার খুঁজছেন, তারা ব্যবহার করতে পারেন মাদার কেয়ার বেবি পাউডার। এই পাউডারটিও ডার্মাটোলোজিস্ট টেস্টেড হওয়ায় শিশুর ত্বকের জন্য পুরোপুরি সেইফ। এছাড়া এই পাউডারে ন্যাচারাল উপাদান ব্যবহার করা হয়েছে যা আপনার বাবুর ত্বককে রাখবে সুরক্ষিত।
১। এই পাউডারে ন্যাচারাল এক্সট্যাক্ট রয়েছে; কেমোমাইল এবং অলিভ অয়েল। কেমোমাইলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকায় ঘামাচির সংক্রমন রোধ করে। আর অলিভ অয়েল ত্বককে কোমল রাখে।
২। এই পাউডারটি হাইপোএলার্জিক হওয়ায় শিশুর ত্বকে কোন রিয়েকশন দেখায় না, মানে সেনসিটিভ ত্বকেও মানিয়ে যাবে।
৩। লাইট ফর্মুলার হওয়ায় শিশুর ত্বকের জন্য আরামদায়ক। ঘামাচি কমিয়ে ত্বকে আরাম অনুভব করাবে।
৪। পাউডার ব্যবহারে ত্বক ফ্রেশ থাকবে।
বিরক্তিকর ঘামাচি বা হিট র্যাশ এড়াতে যা করবেন
১। বাড়ন্ত বাচ্চারা খেলাধূলা করবে এইটাই স্বাভাবিক। খেলাধূলা করার পর বেশি ঘেমে গেলে বাড়ি ফিরে এলেই ঘামে ভেজা কাপড়চোপড় পালটে ফেলুন। সাথে শরীর মুছে দিন।
২। এই গরমে পাতলা ঢিলেঢালা সুতির জামাকাপড় পরাবেন, যার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে।
৩। শিশুদের ভারী কাপড় বা কাঁথা দিয়ে পেঁচিয়ে রাখবেন না। ঘেমে গেলে সুতির কাপড় দিয়ে শরীর মুছে দেওয়া ভালো।
৪। প্রতিদিন গোসল করানো মাস্ট, স্পেশালি এই গরমের দিনে।
৫। খেয়াল রাখুন ঘামচি নখ দিয়ে যাতে না চুলকায়, এতে সংক্রমণের আশঙ্কা আছে।
৬। ডায়পার চেঞ্জ করুন নির্দিষ্ট সময় পর পর। লং টাইম ধরে ভেজা অবস্থায় থাকলে সেটা থেকে ডায়পার র্যাশ হতে পারে।
এছাড়াও জনসন, হিমালয়া সহ নামকরা ব্র্যান্ডের বেবি পাউডার আছে শপ.সাজগোজ.কম এ। বাচ্চাদের জন্য অবশ্যই বুঝে শুনে প্রোডাক্ট সিলেক্ট করুন এবং অথেনটিক প্রোডাক্ট কিনুন বিশ্বাসযোগ্য শপ বা অনলাইন সাইট থেকে। সাজগোজে বাচ্চাদের স্কিন ও হেয়ার রিলেটেড ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে। অথেনটিক প্রোডাক্ট কিনতে আমার সবসময়ই ভরসা শপ.সাজগোজ.কম। অনলাইনে অর্ডার করে ঘরে বসেই প্রোডাক্ট হাতে পেয়ে যায়। তাছাড়া সাজগোজের দুইটা আউটলেট আছে, যেটা যমুনা ফিউচার পার্ক আর সীমান্ত সম্ভারে অবস্থিত। আপনার প্রয়োজনমতো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার প্রোডাক্ট সবই পেয়ে যাবেন সাজগোজে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।